• Promoting Childhood Education for Sustainable and Transformational Achievements
  • English
Follow Us At:

মোহাঃ নাইমুল হক (মন্টু)

মোহাঃ নাইমুল হকের (মন্টু) বাস করেন চাঁপাই নবাবগঞ্জ জেলাস্থিত নাচোল থানার নাচোল পোস্ট-অফিস অন্তর্গত গুঠইল গ্রামে। তাঁর বয়স প্রায় ৬৯ বছর এবং তাঁর স্ত্রীর বয়স ৬৫ বছর। তাঁর তিন সন্তানের প্রথমজন অতিসম্প্রতি পেটের সমস্যায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন। তাঁর অন্য দুজন সন্তান বিবাহিত ও পৃথক সংসারে বাস করছেন। জনাব মন্টু ও তাঁর স্ত্রী দুই ঘরের একটি মাটির বাড়িতে বাস করেন। তাঁর ১১ শতাংশ কৃষিজমি রয়েছে তবে তিনি বয়সের ভারে শারীরিক সক্ষমতা হারিয়েছেন ফলে তাঁর কৃষিজমি থেকে তেমন আয় করতে পারেন না। তাই, তিনি তাঁর বাড়ির পাশে ছোট একটি দোকান পরিচালনার মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন। দোকান পরিচালনার একটি অংশ হিসেবে তিনি ডিজেল তেল বিক্রি করে থাকেন যা স্থানীয় শ্যালো মেশিন চালিত সেচকাজে ব্যবহৃত হয়। তবে তাঁর পুঁজির অভাব থাকায় যথেষ্ট পরিমাণে তেল রাখতে পারছেন না। তাই প্রচেষ্টার পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয় যে, জনাব মোহাঃ নাইমুল হককে (মন্টু) এক ব্যারেল (২১০ লিটার) তেলের বাজারমূল্যের সমপরিমাণ টাকার ব্যবস্থা করা হবে। মোহাঃ নাইমুল হকের ইতিমধ্যে দোকান পরিচালনা করার দশ বছরের অভিজ্ঞতা রয়েছে, আমরা আশা করি যে এটি তাঁর একটি দীর্ঘমেয়াদি আয়ের ব্যবস্থা করবে।