পাবনা জেলার ফরিদপুর উপজেলার পুরন্দ্রপুর গ্রামের বাসিন্দা উজ্জ্বল প্রামানিক। বয়সের (৭০ বছর) ভারে নুজ্ব্য একজন বৃদ্ধ। ৩ বছর আগে চোখে ছানি পড়ায় কিছুই দেখতে পেত না। আর্থিক অসঙ্গতির কারণে চিকিৎসাও করাতে পারে নাই। বৃদ্ধ বয়সে ছেলে-মেয়েরা দেখবে এমন ইচ্ছা সকল বাবা-মা'র থাকলেও উজ্জ্বল প্রামানিকের সেই স্বপ্ন পূরণ হয় নি। তার তিন ছেলের মধ্যে ২ ছেলেই বৃদ্ধ বাবা-মা’র কোনো খোজ নেয় না। একমাত্র ছোট ছেলের উপর ভরসা করেই এখনো বেঁচে আছে বৃদ্ধ-বৃদ্ধা। উজ্জ্বল প্রামাণিক লেখাপড়া শিখে নাই। তিনি মানুষের বাড়িতে গরু দেখাশোনা করে জীবন চালাতেন। বিভিন্ন সময় কাজের স্থান পরিবর্তনও করেছেন কিন্তু পেশার ধরন পরিবর্তন করতে পারেন নাই। গরু দেখাশোনা করে যা আয় হতো তাই দিয়েই ৩ সন্তানসহ ৫ জনের খরচ চালাতেন। পরিবারে একমাত্র তিনিই ছিলেন উপার্জনক্ষম। তার একার আয়েই তাদের সংসার চলতো। আয় অল্প হওয়ার কারণে সন্তানদের প্রয়োজনীয় কোনো কিছুই ঠিকমত দিতে পারতেন না উজ্জ্বল প্রামানিক। আর্থিক সংকটের কারণে তার তিন ছেলেই পড়ালেখায় মনযোগ দিতে পারে নাই। তারা অধিকাংশ সময়ই বাবার সাথে কাজে সহায়তা করতো। পড়াশোনার গুরুত্বও তারা ভালোভাবে বুঝতে পারে নাই। অভাবের কারণে জীবনে অর্থ উপার্জনই উজ্জ্বল প্রামানিকের ছেলেদের লক্ষ্য হয়েছিলো। মাত্র ৩ শতক জমিতে ২টি মাত্র ঘরে তাদের বসবাস। একটি ঘরে উজ্জ্বল প্রামানিক তার স্ত্রীসহ থাকেন। আরেকটি ঘরে তার ছোট ছেলে থাকে। উজ্জ্বল প্রামানিকের ৩ ভাই। তাদের মোট…
Read More