মোহাঃ নজরুল ইসলামের বাড়ি বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত চাঁপাই নবাবগঞ্জ জেলা অন্তর্গত নাচোল থানার নাচোল পোস্ট-অফিস মধ্যস্থিত গুঠইল গ্রামে। তাঁর স্ত্রী ও দুই শিশুসন্তান মিলিয়ে তাঁর পরিবারে সদস্যের সংখ্যা চার জন। মোহাঃ নজরুল ইসলাম একজন শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও একটি ছোট মুদি দোকান চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করেন। তাঁর দোকান পরিচালনার ক্ষেত্রে তাঁর স্ত্রী নাসিমা বেগম সাহায্য করে থাকে। আমরা অনুসন্ধান করে জানতে পারি যে দোকানের আয় খুব সামান্য হওয়াতে তা দিয়ে তাঁর সংসার চালানো বেশ কষ্টকর হয়ে পড়ে। আমরা জানতে পারি তাঁর এই মুহূর্তে একটি বেসরকারী সংস্থার নিকট প্রায় ৫০০০ টাকা ঋণ রয়েছে। ঘরে খাবারের ব্যবস্থা করতে তাঁর অনেক সময় অন্যদের কাছ থেকে চাল ধার করে আনতে হয়। যেহেতু মোহাঃ নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী বেশ প্রত্যন্ত এলাকায় বাস করেন এবং তাদের বাসস্থানের আশেপাশে প্রচুর কৃষিভূমি রয়েছে, তাই তাদের একটি গরু পালন করা বেশ সহজ ও লাভজনক হবে জানা যায়। তাই প্রচেষ্টার পক্ষ থেকে মোহাঃ নজরুল ইসলামের জন্য বারো হাজার টাকা বরাদ্দ করা হয় যা দিয়ে মোহাঃ নজরুল ইসলাম একটি গরু কিনে সেটি থেকে দীর্ঘমেয়াদি একটি আয়ের ব্যবস্থা করে পরিবারকে একটি ভাল অবস্থায় নিয়ে যাবেন।