• Promoting Childhood Education for Sustainable and Transformational Achievements
  • English
Follow Us At:

বয়স্ক নাগরিকদের সহায়তা করুন

উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে দারিদ্রতার হার অনেক বেশি। আমাদের দেশে জনসংখ্যার একটি বড় অংশ দারিদ্র সীমার নীচে বসবাস করে এবং মোট দরিদ্র জনসংখ্যার ৭৫% অতি দরিদ্র। তাদের বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে দিন অতিবাহিত করতে হয়। মৌলিক চাহিদাসমূহ যেমনঃ বাসস্থান, পুষ্টি, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, চাকুরি, স্বাস্থ, শিক্ষা ইত্যাদি হতে তারা বঞ্চিত (Battling Extreme Poverty in Bangladesh Part 1: The Measurement Problem- ASIA & PACIFIC by Nayma Qayum, July 18, 2013). বিভিন্ন গবেষণা হতে দেখা যায়, বাংলাদেশে মোট জনসংখ্যার ৬% বৃদ্ধ কিন্তু এই সংখ্যাটি সঠিকভাবে উপলব্ধি করা যায় যখন আমরা দেশি এই সংখ্যাটি প্রায় ৭.২ মিলিয়ন। কিন্তু এটা চিন্তার বিষয় যে, এই সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বয়স্কদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তা সমাজ এবং আর্থ-সামাজিক উন্নয়নের উপর প্রভাব ফেলছে। আমরা বাংলাদেশে বৃদ্ধদের উপর গবেষণা পরিচালনা করে আমরা দেখাতে পাই অধিকাংশই দরিদ্র পরিবার থেকে উঠে আসা এবং তারা সমাজের অন্যান্য দরিদ্রদের মতই একই সমস্যার সম্মুখীন হয়। এবং যে সকল বৃদ্ধ লোকদের আর্থিক অবস্থা ভালো তারাও বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যায় এবং শারীরিক, মানসিক, অর্থনৈতিক দিক দিয়ে পরিবার থেকে পর্যাপ্ত সহায়তা পায় না। বৃদ্ধদের জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রোগ্রাম থাকলেও বিপুল সংখ্যক জনসংখ্যাকে সাপোর্ট দেওয়ার জন্য তা অপর্যাপ্ত। এই সকল প্রোগ্রামের পাশাপাশি প্রচেষ্টা সমাজের ধনী এবং দরিদ্র উভয় ধরনের বৃদ্ধদের নিয়ে কাজ করছে। কাউন্সেলিং করা, অর্থনৈতিক সাপোর্ট দেওয়া, এবং পরিবার তথা পুরো সমাজেই তাদের ভূমিকা বৃদ্ধি করার চেষ্টা করছি। তাদের মানসিক অবসাদ দূর করার পাশাপাশি জীবনের শেষ অংশে এসে তারা যেন বাকি জীবনটা ভালো কাটাতে পারে তার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ।